চট্টগ্রাম নগরে গত শুক্রবার থেকে রোববার রাত পর্যন্ত তিন দিনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁরা বিভিন্ন অপরাধ করেছেন বলে অভিযোগ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নগরের ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. খোকন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সহসভাপতি হাসান আহমেদ প্রমুখ রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ওই ৫৯ জনকে নগরের ১৬টি থানায় থাকা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। থানা ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি।
গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় নানা অভিযোগে নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ৩০টি মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।