অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তা তুলতে না পেরে ন্যাশনাল ব্যাংকের মুন্সীগঞ্জের গজারিয়া শাখার গ্রাহকরা মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার বেলা পৌনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে প্রায় ২০-২৫ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়।
গ্রাহকরা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ন্যাশনাল ব্যাংকের এই শাখা থেকে প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারছিলেন না তারা। এজন্য মহাসড়ক অবরোধ করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে আসেন গ্রাহকরা।
এক নারী গ্রাহক অভিযোগ করে বলেন, তার স্বামী বিদেশ থেকে টাকা পাঠিয়েছে গত ১২ অক্টোবর। ৯ দিন অতিবাহিত হয়ে গেছে। প্রতিদিনই ব্যাংকে আসছেন, কিন্তু টাকা দিচ্ছে না।
বক্তারকান্দী গ্রামের আবুল হোসেন নামের এক গ্রাহক বলেন, গরু বিক্রি করে টাকা রেখেছি। এখন গরু কিনবো, টাকা তোলার জন্য ব্যাংকে এসে বার বার ফেরত যেতে হচ্ছে।
এ ঘটনায় শাখাটির ব্যবস্থাপক সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি।
গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, মহাসড়ক বন্ধ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলেছে। এরপর যানচলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে ব্যাংকটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।