সাবেক পৌরমেয়র খোকন গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আব্দুল কাইয়ুম খোকন হোসেনপুর পৌরসভার দুবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • কিশোরগঞ্জ
  • গ্রেপ্তার
  • সাবেক পৌরমেয়র
  • হোসেনপুর
  • #