রাতে নিষিদ্ধ, ভোরেই ছাত্রলীগের মিছিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

সরকারের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর এর প্রতিবাদ জানিয়ে সংগঠনটির কিছু নেতা ঢাকায় ঝটিকা মিছিল করেছেন। একটি ব্যানার হাতে বুধবার ভোররাতে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে কয়েকজনকে নানা স্লোগান দেওয়ার কিছু ভিডিও পাওয়া গেছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় মধ্যম সারির কিছু নেতাও ছিলেন।

মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জনি, সহ-সভাপতি ওয়ালিউল সুমন, সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কৃষি সম্পাদক মোহাম্মদ হুসেন, উপ-শিক্ষা সম্পাদক রিয়াজুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ-গণশিক্ষা সম্পাদক মোস্তাকিম হোসেন রিয়াদ, উপ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সেলিম রেজা ও সাবেক সহ-সম্পাদক লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তামজিদ ভূঁইয়া মেঘ, মাস্টার্স দা সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈশব অংশ নেন।

এ ছাড়া গতকাল ভোররাতে মোহাম্মদপুরে অল্প কয়েকজন আরেকটি ঝটিকা মিছিল করেন। ভিডিওতে দেখা যায়, তাঁদের ব্যানারে লেখা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

ধানমন্ডির মিছিলটির ভিডিওতে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- এমন স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া ‘লড়াই লড়াই লড়াই চাই’ স্লোগানও শোনা যায়। এখানেও অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক ছিল। তবে এই মিছিলে ছাত্রলীগের কয়েকজন সহসভাপতি, কয়েকজন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দু-একজন নেতা উপস্থিত ছিলেন। সংগঠনটির সূত্রও এ মিছিলের বিষয় নিশ্চিত করেছে।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বর্তমান ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান)। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান (সৈকত)।

  • ছাত্রলীগ
  • মিছিল
  • #