বরগুনায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ২ মাস আগে

দলীয় শৃঙ্খলা পরিপন্থি অপকর্মে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি এবং বরগুনা জেলা শাখার সদস্য তপু সরকারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতিসহ এ বিষয়ে সদ্যবহিষ্কৃত ছাত্রদল নেতা মেহেদী হাসান রনি ও তপু সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ ছাড় পাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউই পার পাবে না।

  • ছাত্রদল
  • নেতা
  • বরগুনা
  • বহিষ্কার
  • #