নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাচান।
বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।