বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন। তিনি এই পদে নির্বাচিত হলেন ১২৩ ভোট পেয়ে। আজ রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। তা শেষে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

আজ এই নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে পাঁচ জন ভোট দেননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তরফদার রুহুল আমিন, যিনি সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মনোনয়ন নেন সিনিয়র সহ-সভাপতি পদের। শেষমেশ এই পদ থেকে নিজে মনোনয়ন প্রত্যাহার করে নেন। যার ফলে এ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ইমরুল হাসান।

১২৮ ভোটারের মধ্যে ৫ জন ভোট দেননি তাবিথ আউয়ালকে। এ পাঁচটি ভোট গেছে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমানের ব্যালটে।

  • তাবিথ আউয়াল
  • বাফুফে
  • সভাপতি
  • #