সারদায় এবার প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে প্রথমে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর একই অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আরও ৫৯ জনকে। এ নিয়ে এখন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এসআইরা রয়েছেন আতঙ্কে।

জানা গেছে, শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার পর দুই দফায় নতুন করে ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ‘প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে গত সোমবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের নোটিশ দেওয়া হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার (২১ অক্টোবর) ১০ জনকে এবং বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়। কয়েকজন এসআই নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তাদের মধ্যে নতুন করে অব্যাহতির আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে অধ্যক্ষের পক্ষে নোটিশে স্বাক্ষর করা পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদের ফোনে নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। পরে এ বিষয়ে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা (এআইজি) এনামুল হক সাগর বলেন, ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু শোকজ লেটারের বিষয়ে কিছু জানি না। শোকজ লেটার ইস্যু করে থাকে সারদা পুলিশ একাডেমি থেকে। কতজনকে করা হয়েছে, সেটাও জানা নেই।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া কয়েকজন এসআই জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটনা সাজিয়ে তাদের শোকজ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে অব্যাহতি দেওয়া হবে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা বলেন, শোকজ বিভিন্ন কারণে দেওয়া হয়। এটি রুটিনমাফিক বিষয়।

  • এসআই
  • শোকজ
  • সারদা
  • #