শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
বিকেলে মঈন উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই তন্ময় কুমার বিশ্বাস তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে গুলশান-২ থেকে তাকে আটক করে ডিবি। এরপর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গতবছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও মঈন উদ্দিন আবদুল্লাহ সহ ৭০৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।