শেয়ারবাজার : সাড়ে তিন বছরে সূচকের সর্বোচ্চ পতন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সাড়ে তিন বছরে মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে শেয়ারবাজারে। রোববারও অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতন হারানোয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট হারিয়ে ৪৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। সূচক পতনের হার ২ দশমিক ৯১ শতাংশ।

পতনের হার বিবেচনায় আজকের পতন ২০২১ সালের ৪ এপ্রিল বা গত সাড়ে তিন বছরের সর্বোচ্চ। ওই দিন ঢাকার শেয়ারবাজারের ডিএসইএক্স সূচকটি ১৮১ পয়েন্ট বা ৩ দশমিক ৪৪ শতাংশ হারিয়ে ৫০৮৯ পয়েন্টে নেমেছিল।

তবে পয়েন্ট বিবেচনায় সূচকের এ পতন ২০২২ সালের ৭ মার্চের পর সর্বোচ্চ। ওই দিনের দরপতনে ঢাকার শেয়ারবাজারের এ সূচকটির ১৮২ পয়েন্ট হারিয়ে ৬৪৫৬ পয়েন্ট নেমেছিল। তবে ওই দিনের সূচক পতনের হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।
আজ ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৯৪টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৩৯টিই দর হারিয়েছে। কমপক্ষে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ১৫৯ শেয়ার।

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ব্যাপক দরপতন হয়েছে।

  • পতন
  • শেয়ারবাজার
  • সর্বোচ্চ
  • সূচক
  • #