কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসমত উল্লাহ হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলার আসামি ছিলেন।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার হাসমত উল্লাহ হাসু সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।