লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভূট্টুকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আমিরুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহার নামীয় আসামি ভূট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।