রাজধানীর রামপুরা তালতলা এলাকায় মারধরের ঘটনায় আহত রিকশাচালক মো. নাজমুল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
নিহত নাজমুল গোপালগঞ্জ সদর চন্দদিঘোলিয়া গ্রামের মো. কুদ্দুস মোল্লার ছেলে। বর্তমানে তালতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় রিকশাচালক আহত থাকা অবস্থায় মামলা নেওয়া হয়েছে। গত শনিবার রাতে এজাহার নামীয় প্রধান আসামি হানিফ সরকার ও তাসলিমা বেগম নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি ও বিরোধের জেরে গত ২৪ অক্টোবর তাকে মারধর করা হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।