বাড্ডায় ফার্নিচারের দোকান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার ফার্নিচারের একটি দোকান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম আমেনা আক্তার (৩২)। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বাঞ্চল এলাকার ২৬ নম্বর লেনের ফার্নিচারের একটি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ফার্নিচারের দোকানে রাত্রিবেলায় একজন কর্মচারী থাকতেন বলে জানা যায়। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল রোববার রাতে সবাই দোকান বন্ধ করে যান। পরে রাত সোয়া ৮টার দিকে এক নারীকে নিয়ে ওই কর্মচারী দোকানের ভেতরে প্রবেশ করেন। আজ সকালে দোকান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। দোকানের কর্মচারী পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।

  • উদ্ধার
  • গলা'কাটা লা'শ
  • নারী
  • বাড্ডা
  • #