সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম ছাত্র সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগকে দেশের বর্তমান দখলদার ও অবৈধ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে গত রোববার (২৭ অক্টোবর) বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের সিটির রেস্টুরেন্টে বাংলাদেশের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা কাউন্সিলর আমিনুর রহমান কাবিদের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, বিশেষ অতিথি ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোয়ানসী আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান মনা, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, প্রাক্তন ছাত্রনেতা আলমগীর আলম, ওয়েলস যুবলীগ সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির বাদল, ওয়েলস আওয়ামীলীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা আলমগীর আলম, শেখ সুমন তরফদার,শাহেনশাহ্ কামার সুহার্ত, আব্দুস সালাম, শহীদুল ইসলাম, শাহ্ মুমিন আহমেদ, সৈয়দ সীপার করিম, শামীম চৌধুরী, আব্দুর রহমান, এম এ সবুর, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন প্রমুখ।

  • নেতাকর্মী
  • প্রতিবাদ
  • সাবেক ছাত্রলীগ
  • #