আবারও দরপতন হল দেশের দুই শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৬৬ দশমিক আট ছয় পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবসে ডিএসইএক্সের সূচক কমেছে ৩৪৩ পয়েন্ট। এদিকে পুঁজিবাজারে সূচকের টানা পতনে মতিঝিলে আজও মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
সোমবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকেও পতন ঘটে। দিনশেষে ডিএসইএক্স সূচক ৬৬ দশমিক আট ছয় পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। এ নিয়ে টানা ৪ কার্যদিবসে ডিএসইএক্সের সূচক কমেছে ৩৪৩ পয়েন্ট।
এদিকে, সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন। এসময় মোট লেনদেন হয় ৩৫৭ কোটি ২৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৪ কোটি টাকা।
হাতবদলে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। বেড়েছে ১০৫টি এবং অপরিবর্তিত ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৮৫ দশমিক দুই আট পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮২১ পয়েন্ট। লেনদেন ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।
এদিকে পুঁজিবাজারে সূচকের টানা পতনে মতিঝিলে আজও মানববন্ধন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও তারল্য সংকটে পুঁজিবাজার বিপর্যস্ত হয়ে আছে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। তাই, আস্থা না হারিয়ে র্দীঘমেয়াদী বিনিয়োগের আহ্বান বিএসইসি কর্মকর্তার। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ আহ্বান জানান।