মঙ্গলবার সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্রপ্রতিনিধি জাকারিয়া বারী সাগর কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী আরও বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এটিকেও প্রত্যাখ্যান করছে।

জাকারিয়া বলেন, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
  • ‘ব্লকেড’ কর্মসূচি
  • শিক্ষার্থী
  • সাত কলেজ
  • #