মধ্যরাতে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, আটক ৭

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রাত সাড়ে ১২টা পর্যন্ত জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল। তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এসময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশি রিভালবার উদ্ধার করে তারা।

এদিকে আইএসপিআর জানায়, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ের সদস্যরা রয়েছেন।

  • অভিযান
  • জেনেভা ক্যাম্পে
  • সেনাবাহিনী
  • #