চট্টগ্রামে দিনদুপুরে ছাত্রলীগকর্মী আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুজন হলেন হেলাল (৩৫) ও ইলিয়াছ হোসেন অপু (২৭)। তাদের মধ্যে হেলালের তিন দিন এবং অপুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতে উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে হেলালকে তিন দিন এবং অপুকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ২৫ অক্টোবর দুপুরে রাউজান থানার মদের মাল এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় জড়িত ইলিয়াছ হোসেন অপুকে পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকা থেকে ওইদিন বিকালে গ্রেফতার করা হয়।
নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার হাজিরপুলের মোহাম্মদ মুসার ছেলে। স্থানীয় ছাত্রলীগের এই কর্মী নগরের ওমর গনি এমইএস কলেজের ছাত্র ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ছাত্রলীগের কোনও পদে ছিলেন না। পড়াশোনার পাশাপাশি ইট ও বালুর ব্যবসা করতেন।
গত ২১ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় শিবির-ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তার বাহিনীর সদস্যদের নিয়ে মাইক্রোবাসে এসে গুলি করলে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়। ঘটনার সময়ে আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেননি। এ ঘটনায় তাহসিনের বাবা চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন।