পুলিশের জসিম উদ্দিনকেই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

গ্রেপ্তার পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার তাকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হজির করা হয়। এই প্রথম গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে আনা হলো।

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এই পুলিশ কর্মকর্তা আসামিকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • জসিম উদ্দিন
  • পুলিশের সাবেক ডিসি
  • #