সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আজ বুধবার এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আয়েশা (৩৫)।
সূত্র জানায়, মমিন নামের এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ মামুনকে গুলি চালিয়েছেন। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ২০-৩০ জন মিলে এক ব্যক্তিকে মারধর করছিলেন। পাশাপাশি চাপাতি দিয়ে কোপাচ্ছিলেন। মারধরকারীদের মধ্যে দুই থেকে তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র এবং কয়েকজনের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল। এ সময় কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন মারধরের শিকার ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আজ দুপুরের দিকে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়াবাঁধে এক সন্ত্রাসী তাঁর প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।