পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ ৩৫ প্রত্যাশীদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ডেকেছে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। বুধবার (৩০ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরআগে, সকাল ১১টার দিকে শাহবাগে পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা শিক্ষা ভবনের দিকে যান। সেখানে পুলিশ তাদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ৩০ শিক্ষার্থী আহত হয় বলে দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দিকে কোনও নজর দেয়নি। কিন্তু দেশ এখন স্বাধীন হয়েছে। আমাদের এ দাবিটি যৌক্তিক। তারপরও কেনও আমাদের ওপর আজ পুলিশ হামলা করলো। আমরা এর জবাব চাই।

আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, আজকে আমাদের পূর্বঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হঠাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর পুলিশ হামলা করে। আমাদের অনেক ভাই-বোন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। আমরা কী রক্ত দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম।

আরেক সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আমরা তো রাস্তা অবরোধ করিনি। পুলিশ হঠাৎ করেই আমাদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাবো কীভাবে। আজ আমরা মার খেয়েছি। দরকার হলে আবার খাবো। তারপরেও দাবি আদায় করেই ছাড়বো।
এসময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

  • পুলিশের হামলা
  • প্রতিবাদ
  • বিক্ষোভ
  • সমাবেশ
  • #