বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেছেন। চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিহত মাইশার জানাজার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ পরিবহন নামে কুয়াকাটা থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা বাসটিকে জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ কারণে মহাসড়কে দিবাগত রাত একটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা বাসচালককে গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১০টার দিকে আবার বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল আবার বন্ধ হয়ে যায়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী আওলাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসচালককে গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁরা আবার সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে খুব দ্রুত বাসচালক ও মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন একটু ধৈর্য ধরে।