ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।
তবে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২১ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা অপরিবর্তিত আছে।