ট্রফি নিয়ে ছাদখোলা বাসে সাফজয়ীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা।  টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহনকারী বাসটি। এর আগে বিমানবন্দর নামার পরে সাংবাদিক সম্মেলনে কথা বলেন সাবিনা-ঋতুপর্ণারা।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবেন তারা। যেখানে হাজারো সমর্থক অপেক্ষায় আছেন চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে।

বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল। বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।

  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন
  • সাফজয়ী নারী ফুটবল দল
  • #