৯১ হাজার ভক্তকে ব্লক দিলেন ডলি সায়ন্তনী!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রীতিমতো ভরাডুবি হয়েছে সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর। নির্বাচনে তিনি পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট! সেই ডলিই এবার জানালেন, ফেসবুকে থাকা প্রায় ৯১ হাজার ভক্তকে ব্লক করার বিস্ময়কর খবর! এমন তথ্য দিয়ে ভক্তদের প্রতি তার ক্রোধ প্রকাশ পেয়েছে আবারও।

তিনি জানালেন, আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টা পাল্টা মেসেজ করবেন, তো ব্লক খাবেন।

ফেসবুকে ডলি সায়ন্তনীর ফলোয়ার প্রায় ১০ লাখ। ডলির সেই ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ভক্তরাও বিভিন্ন মন্তব্য করছেন। অনেকে তার ব্লক সিদ্ধান্তকে স্বাগত জানালেও সমালোচনাও কম হচ্ছে না। অনেকে বলছেন, ফের আলোচনায় আসার জন্য গায়িকা মিথ্যা তথ্য শেয়ার করেছেন। বাস্তবে এতো সংখ্যক আইডি ব্লক করা বেশ কঠিন।

  • ডলি সায়ন্তনী
  • #