ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ চলছে। যেকোনো এ যুদ্ধ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরইমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গত সপ্তাহে প্রতিশোধ নিতে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করে, ইরানে তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। এই হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করে ইরান। যদিও প্রথম দিকে ইরান দাবি করে, ইসরায়েলের হামলায় তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তী সময়ে খামেনি জানায়, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি অতিরঞ্জিত বা কম করে দেখানোর কিছু নেই। হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে খামেনির গত সোমবারের বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা।

আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া। ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ইসরায়েলে হামলা চালানো হতে পারে। তবে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা হতে পারে।

সূত্রের বরাতে বুধবার অ্যাক্সিওস এবং সিএনএন জানিয়েছে, ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে।

তবে গত সপ্তাহে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানানো হয়।

  • আয়াতোল্লা আলী খামেনি
  • ইরান
  • ইসরায়েল
  • #