কেন্দ্রীয় কার্যালয়ে আগুন : সকাল ১১টায় জাতীয় পার্টির জরুরি সংবাদ সম্মেলন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ এই অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

অন্যদিকে আগুন নেভাতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলে ছাত্রদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এসময় ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।কয়েক মিনিট পরে পুলিশের সহায়তায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমরা দলীয় মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আমরা প্রতিক্রিয়া জানাব।

জাতীয় পার্টিকে ‘জাতীয় বেইমান’ অ্যাখ্যা দিয়ে দলটি নিশ্চিহ্ন করা ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তিনি কর্মসূচিও ঘোষণা করেছেন। একই ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

এরপর গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে’। ওই কর্মসূচি ঘিরে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কিছুক্ষণ পর জাপা অফিসে আগুন দেওয়া হয়।

  • আগুন
  • কেন্দ্রীয় কার্যালয়
  • জাতীয় পার্টি
  • সংবাদ সম্মেলন
  • #