হতাশ হলেও এখন বলা যাবে না হতাশ : শবনম ফারিয়া

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন এ অভিনেত্রী। রোববার (৩ নভেম্বর) দুপুরে তার ফেসবুকে দেখা গেলো হতাশার কথা।

শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন, অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।

আর এই লেখা দেখে অনেক নেটনাগরিকরা ধরে নিয়েছেন ফেসবুক পোস্টটি আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রসঙ্গে। সম্প্রতি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ।

  • শবনম ফারিয়া
  • #