শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন। রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, পদ্মাসেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ফরাজি কান্দি গ্রামের এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন কালবেলাকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক।