চট্টগ্রামসহ দেশের ৩টি মহানগর ও ছয় জেলার পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়। এতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব এরশাদ উল্লাহকে, সদস্য সচিব নাজিমুর রহমানকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজকে।
বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মনিরুজ্জামান খান ফারুকে আহ্বায়ক ও জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ১৭০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি, ডা. নাজমুল ইসলামকে সহ-সভাপতি এবং ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বয়ক কমিটিতে ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক এবং নাসের রহমানকে এক নম্বর সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক এবং মিজানুর রহমান চৌধুরীকে এক নম্বর সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অ্যাড. আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক, রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অ্যাড. তৌহিদুল ইসলাম আলমকে যুগ্ম আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক, আলমগীর মাহমুদকে আলম যুগ্ম আহ্বায়ক এবং রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব কা হয়েছে।
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন