রাজধানীতে কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
রাজধানীতে কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুই দিন বাকি। আগামী ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে। ঢাকার রাস্তায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন করতে দেখা গেছে একদল মানুষকে।

রবিবার (৩ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে একদল বিভিন্ন বয়সী মানুষ কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে বাদ্যযন্ত্র সহযোগে প্রচারণা চালান। এ সময় তাদের হাতে কমলা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিল “ভোট ফর কমলা হ্যারিস।” যদিও তাদের পোস্টারে কমলা’র ইংরেজি বানানটি ভুল ছিল।

এ সময়ে তারা বলেন, যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি বাংলাদেশি ভোটার আছে। কমলা হ্যারিস যাতে বাংলাদেশিদের জন্য কাজ করে, এজন্য তার দৃষ্টি আকর্ষণ করতে ঢাকায় এই আয়োজন।

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে প্রেসেডেন্ট পদে লড়ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

  • কমলা হ্যারিস
  • ক্যাম্পেইন
  • ঢাকা
  • রাজধানী
  • #