গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে আরিফুজ্জামান রূপম গণপিটুনিতে নিহত হয়েছেন। রূপম নগরীর দৌলতপুরের আঞ্জুমান রোডের কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় রূপম আইনশৃঙ্খলাবহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরতদের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

  • গণপিটুনি
  • নিহত
  • সাবেক শ্রম প্রতিমন্ত্রী. ভাগ্নে
  • #