স্বরূপকাঠিতে দিনে-দুপুরে বৃদ্ধাকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে দিনের বেলায় শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের যেকোনো সময় ওই ঘটনা ঘটেছে বলে বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

এনামুল হক জানান, তিনি, তার স্ত্রী ও ছোট ভাই শিক্ষক। নিত্যদিনের মত সকালে তারা সকলেই বিদ্যালয়ে চলে যান। তার ছেলে তাহজিদও মাদরাসায় যায়। ছোট ভাই রিয়াজের স্ত্রী গত শনিবার বেড়াতে গিয়েছে। ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিল।

এনামুল হক জানান, বেলা ১টার কিছু পূর্বে আমার ছেলে তাহজিদ মাদরাসা থেকে বাসায় ফিরে দাদীকে হাত-পা রশি দিয়ে বাঁধা এবং গলায় রশি পেচানো অবস্থায় দেখতে পায়। এ অবস্থা দেখে সে ডাক-চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শবর্তী জাহানারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, বাসার আলমিরা ভেঙে তসনস করে নগদ এক লাখ টাকা এবং ৬-৭ ভরি স্বর্নালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্তকাজ চালাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কর্যক্রম শুরু করেছে।

  • দুর্ধর্ষ ডাকাতি
  • বৃদ্ধা হ‘ত্যা
  • স্বরূপকাঠি
  • #