গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানিয়েছেন। নিহত আব্দুল কুদ্দুস শেখ (৬৫) ওই গ্রামের হাসেম শেখের ছেলে। তিনি রঙ মিস্ত্রীর কাজ করতেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন বলেন, শশুর আব্দুল কুদ্দুস ফজরের নামাজ আদায় করতে নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় জামাই রফিকুল ইসলাম তার শশুরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ পরিকল্পিতভাবে রফিকুল সরদার আব্দুল কুদ্দুস শেখকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। তবে কেন এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে রফিকুল তা আমরা এখন পরিস্কার নয়।
কুদ্দুসের মেয়ে নিলুফা বলেন, বাবা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়তে যেতেন। আজও রাজপাট দক্ষিণপাড়া মার্কাজ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার জন্য বের হন। পথে কামাল শেখ নামের একজনের পুকুরের পাড়ে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে পালিয়ে যায়। এ সময় বাবার চিৎকারে প্রতিবেশীরা তাকে সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে বাবাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া পাদুকা উদ্ধারের খবরও জানিয়ে ওসি শফিউদ্দিন বলেন, ঘটনাটি আমরা তদন্ত করেছি। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।