কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার আরাকান আর্মি। নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে ছোট ছোট ১৫টি ডিঙ্গি নৌকায় করে তারা মাছ ধরছিল। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ১৫টি নৌকাসহ ধরে নিয়ে যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে মাছ ধরতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে আরকান আর্মি তাদের মিয়ানমারে দিকে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশি এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।
গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিলো মিয়ানমার নৌবাহিনী।