ব্যবধান কমিয়ে ট্রাম্প-কমলা হাড্ডাহাড্ডি লড়াইয়ে

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি । অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২০৯টি ভোট।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত বাকি আছে ৯৯টি ইলেকটোরাল কলেজ ভোট। কমলা যদি সেখান থেকে আরও ৬১টি ইলেকটোরাল কলেজ ভোট বাগিয়ে নিতে পারেন, তাহলে তিনি নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। তিনি ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ৪০টি ইলেকটোরাল কলেজ ভোট। এখন পর্যন্ত পুরো ফল পাওয়া যায়নি। ফলে কি হয় ভোটের ফল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন।

  • কমলা হ্যারিস
  • ডোনাল্ড ট্রাম্প
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
  • #