চট্টগ্রামে অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে স্থানীয় বিএনপি নেতার অনুসারীদের হামলা ও গুলি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারী সন্ত্রাসীরা স্থানীয় বিএনপির এক নেতার অনুসারী হিসেবে পরিচিত। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের প্রবাসী জানে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার সময় বাড়িটির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন হামলাকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার কয়েকটি ভিডিওতে হামলাকারীদের তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। একজনকে অস্ত্র উঁচিয়ে বাড়ির দিকে গুলি তাক করতে দেখা যায়। অপর একটি ভিডিওতে দুটি গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অস্ত্র হাতে ১৫-২০ জন সন্ত্রাসীর একটি দল বাড়িতে এসে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে দোতলা ভবনটিতে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে বাড়ি লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এ সময় বাড়ির সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ঘণ্টাখানেক পর পুলিশ এলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

প্রবাসী ব্যবসায়ী জানে আলম বলেন, গ্রামের একদল সন্ত্রাসী তাঁর কাছে কিছুদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তারা বিএনপির স্থানীয় এক নেতার অনুসারী হিসেবে পরিচিত। চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, দেশে অবস্থানকালে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের বাসায় থাকেন। শুক্রবার জুমার নামাজের আগে বাড়িতে গিয়েছিলেন। এর মধ্যেই আগ্নেয়াস্ত্র, হকিস্টিক নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।

পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক কৃষ্ণ লাল ঘোষ  বলেন, ঘটনার পরপর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সরেজমিনে হামলা ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে। আশপাশের লোকজন গুলি করার বিষয়টি জানিয়েছেন।

  • গুলি
  • চট্টগ্রাম
  • প্রবাসীর বাড়ি
  • স্থানীয় বিএনপি
  • হামলা
  • #