চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সন্দেহে এক শিক্ষার্থীকে মুখ বেঁধে মারধর করেছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সাধারণ শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডি তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীর নাম নুরুল কবির সাদ। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে জীববিজ্ঞান অনুষদের পেছনের নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়। তাঁর ডানপায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, আহত সাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মী ছিলেন। সাদ সোহরাওয়ার্দী হলে থাকলেও এখন শহীদ আব্দুর রব হলের বৈধ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন জানান, এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার খবরে তাঁরা সঙ্গে সঙ্গে তৎপর হন। পরে তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।