অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সামনের সংলাপগুলোতে জাতীয় পার্টিকে যেন বাদ না দেয় কর্মিসভার মধ্য দিয়ে এই ম্যাসেজটা আমরা দিতে চাই।
শুক্রবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডের কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পালটাপালটি সমাবেশকে কেন্দ্র করে দিনভর নগরীতে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের নেতাকর্মীদের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। তবে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সতর্ক থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মোস্তফা বলেন, নুরকে নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই, সরকার আমাদের সঙ্গে বৈষম্য করছে তার প্রতিবাদেই আজকের এই যৌথসভা। সরকার যদি আমাদের সঙ্গে ভালো আচারণ না করে তাহলে রংপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, বিভিন্ন গাছে আমরা পরগাছা দেখতে পাই। সেই পরগাছা হলো এই নুরের দল গণঅধিকার পরিষদ। তারা সমাবেশ করতে বিএনপি-জামায়াতকে চিঠি দিয়ে সহযোগিতা চায়। তাদের নিজেদের কিছু করার সক্ষমতা নেই। তাদের নিয়ে কিছু মন্তব্য করা আর সময় নষ্ট করা একই কথা। তাদের হিসাব করার সময় জাতীয় পার্টির নেই।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্মআহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।