হামলায় আহত আহমদিয়া কিশোরের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
প্রতীকী ছবি

পঞ্চগড়ে হামলায় আহত আহমদিয়া মুসলিম জামাতের কিশোর শাহরিয়ার রাকীন (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে আজ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পরপর দেশের কয়েকটি স্থানে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন বিকেলে পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ এবং শতাধিক ঘরবাড়ি এবং স্থাপনায় হামলা চালানো হয়। এতে ২২ জন আহত হন। এর মধ্যে শাহরিয়ার রাকীন মাথায় গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে পঞ্চগড় সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। তিন মাস ধরে শাহরিয়ার রাকীন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে সরকার বা প্রশাসনের অনুপস্থিতির সুযোগে উগ্রবাদীরা এসব হামলা চালিয়েছে।

  • আহমদিয়া মুসলিম জামাত
  • শাহরিয়ার রাকীন
  • #