শপথ নেওয়া নতুন উপদেষ্টাদের নিয়ে কী বললেন তসলিমা নাসরীন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন। শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ নিয়ে তসলিমা নাসরীন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলমকে নিয়ে মন্তব্য করেছেন।

তসলিমা নাসরীন তার ওয়ালে লেখেন, হিজবুতি মাহফুজ আলম নাকি উপদেষ্টা হচ্ছেন? তা তো হবেনই। তাঁরাই তো বিপ্লব করেছিলেন। এ দেশ তো এখন হিজবুতিদের। জামায়াত-শিবির-হিজবুত-রাজাকার সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি? কী করে রাজি হলেন তিনি? আমি তো ভেবেছিলাম তিনি শিল্পী! আমাকে যদি অনুরোধ করা হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হতে? আমি কি হবো? হবো না। লোভ সামলাতে হয়। লোভ সামলানো শিখতে হয়। আওয়ামী সরকার ভাল ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, হিন্দুবিরোধী এই হিজবুতি সরকার কি আওয়ামী সরকারের চেয়ে ভাল? না, ভাল নয়।

তিনি আরও লিখেন,  আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সিপিবি শুধরে আসুক। তারা দেশ শাসনের ভার তুলে নিক হাতে। নিপাত যাক জামাত শিবির হিজবুতি, নিপাত যাক ধর্মের রাজনীতি। নিপাত যাক সাম্প্রদায়িকতা।

  • উপদেষ্টা
  • তসলিমা নাসরীন
  • মন্তব্য
  • #