খুলনায় অস্ত্র-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট থেকে আজ মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনীর অভিযানে দল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১ কেজি গান পাউডারসহ স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী ও দিঘলিয়ায় অবস্থিত নৌবাহিনীর মিডিয়া সেল সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার এলাকায় গাজীরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাদশা গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত বাদশা গাজীর স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গুলি ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ আটককৃত বাদশা গাজীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতোপূর্বে ৬টি মামলা রয়েছে বলে জানা যায়।

#