চীনে গাড়িচাপায় ৩৫ জন নিহত

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

 চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। ব্যায়ামের সময় গাড়িচাপার এ দুর্ঘটনাটি ঘটে। গতকাল সোমবার সন্ধ্যায় জুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি এসইউভি গাড়ি চালিয়ে প্রতিবন্ধকতা ভেঙে জুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান একজন চালক। তাঁর নাম ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টন নিয়ে বিরক্ত ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটাতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

  • গাড়িচাপা
  • চীনে
  • নিহত
  • #