বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

রোববারের (১৭ নভেম্বর) মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা।

সোমবার রাত সোয়া ১০টার দিকে তারা নগরের মালেকের বাড়ি এলাকার মহাসড়ক ছেড়ে যাওয়ার পর যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া ২৮ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ওই সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিয়ে রাত সোয়া ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যান। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে নয়টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

  • পরিশোধের আশ্বাস
  • বকেয়া বেতন
  • মহাসড়ক
  • শ্রমিকেরা
  • #