বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বেক্সিমকো গ্রুপের কম্পানিগুলো পরিচালনায় রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ওষুধ উৎপাদনকারী কোম্পানিটির আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মোস্তাফিজুর রহমান খান। বাংলাদেশ ব্যংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রিটকারী আইনজীবী মাসুদ আর রহমানও শুনানিতে অংশ নেন।

আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে স্থগিত করা হয়েছে। যে কারণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কোনো রিসিভার বসছে না। এছাড়া এ সংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলেছেন। এর জন্য বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছেন আদালত।

  • নিয়োগ
  • বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • রিসিভার
  • সিদ্ধান্ত
  • স্থগিত
  • হাইকোর্ট
  • #