ছাত্র আন্দোলনের বিরোধিতা করা জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক বরখাস্ত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ছাত্র আন্দোলনে হামলায় মদদ দেওয়ার অভিযোগ এনে গত ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।তিনি জানান, অধ্যাপক ফরিদ আহমদকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে রোববার (১০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষক ফরিদ উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তার বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নুরুল আলমকে প্রধান করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছিলেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম।

  • অধ্যাপক ফরিদ উদ্দিন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • দর্শন বিভাগ
  • সাময়িক বরখাস্ত
  • #