অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন দুই মুখ মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশীর উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশীর উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকরের আহ্বান জানানো হয়েছে।