নারায়ণগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, বৈষম্যবিরোধী আন্দোলনে দুইজনকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

  • আড়াইহাজার
  • গ্রেপ্তার
  • সাবেক উপজেলা চেয়ারম্যান
  • #