রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

রাজবাড়ীতে ছাত্রলীগের সাবেক নেতা তানভীর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে আসামি কাজল ও রহিম শেখকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বিনোদপুর সর্বজনীন মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড়ে তানভীর দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। ১০-১২ জন দুর্বৃত্ত এসে তার পেটে ও পিঠে ছুরিকাঘাত করতে থাকে। মাটিতে লুটে পড়লে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকারসহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মঙ্গলবার নিহতের মামা আলম শেখ বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

  • গ্রেপ্তার
  • রাজবাড়ী
  • সাবেক ছাত্রলীগ নেতা
  • হত্যা
  • #